ইউরোর গ্রুপপর্ব ও নকআউট মিলিয়ে এখন পর্যন্ত ৪৪টি ম্যাচ হয়েছে। কোয়ার্টার ফাইনালের মঞ্চ প্রস্তুত চারটি। হিসাব করলে পর্তুগাল-ফ্রান্সের লড়াইকে নিশ্চিতভাবেই সেরা দুইয়ে রাখতে হয়! হাইভোল্টেজ সেই ম্যাচটি খেলতে ৫ জুলাই শুক্রবার রাত একটায় মাঠে নামছে তারা।
ম্যাচটিকে ‘বড়’ হিসেবে ধরার অন্যতম কারণ হতে পারে পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রান্স দলে কিলিয়ান এমবাপ্পের উপস্থিতি। একজন ক্যারিয়ারের শেষ দিককার, আরেকজন দিন দিন নিজেকে মেলে ধরছেন। এমবাপ্পের আইডল পর্তুগিজ তারকা। আজ তারা মুখোমুখি।
এর আগেও একে অপরের প্রতিপক্ষ হয়েছেন তারা। কিন্তু সবগুলোতেই ব্যর্থ ছিলেন কিলিয়ান। হোক সেটা পিএসজি কিংবা ফ্রান্সের জার্সিতে। তবে ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা রোনালদোদের জন্য আজ সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ফ্রান্সের আর্মব্যান্ড পরা এমবাপ্পে। দুজনের মিল আছে আরও এক জায়গায়, রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের শুরুটা রোনালদোর হয়েছিলো যে ৯ নম্বর জার্সিতে, এমবাপ্পেরও সেখান থেকেই শুরু হতে যাচ্ছে।