বিয়ানীবাজারে সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করে বিষক্রিয়ায় পৌরসভার এক পরিচ্ছন্নতা কর্মি নিহত হয়েছেন।
শনিবার দুপুরে মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামে এ ঘটনা ঘটে ৷ পরে ফায়ার সার্ভিসের কর্মী তাকে উদ্ধার করেন।
নিহত পরিচ্ছনতা কর্মী শহিদুল ইসলামের বাড়ি ঠাকুরগাও জেলায়। তিনি পৌরসভার কাজের বাহিরে অন্যান্যদের সাথে বাসা বাড়িতে পরিচ্ছন্নতার কাজ করতেন বলে জানা যায়। ঘটনার দিন তিনি সেফটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করলে বিষক্রিয়ায় নিহত হন।
তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রীয়া শেষে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায় ।