বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার অন্যতম আসামী ও ধর্ষকের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে শেওলা গোল্ডেন কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানায় দায়েরকৃত মামলা (১৮/০৩-০৯-২৪) মামলার এজাহার নামীয় আসামী শেওলা দিঘলবাক এলাকার মিসির আলীর পুত্র জামিল আহমদ গ্রেপ্তার করা হয়েছে। সে ধর্ষণ মামলার অন্যতম আসামী এবং ধর্ষক সাকেল আহমদের সহযোগী। এ ঘটনার মূল আসামী সাকেল পলাতক রয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) মোফাখ্খারুল ইসলাম জানান, ধৃত আসামী জামিল আহমদকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।